অনলাইন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার (১১ই মে) মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, হলের গেস্টরুমে বসাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সোহরাওয়ার্দী হলের সভাপতি নেয়াজ মোর্শেদ গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরোও পড়তে পারেন : সাদা পাথর’ এলাকায় পড়ে আছে শুধু ক্ষতগুলো