অনলাইন ডেস্ক
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নায়কোচিত ভূমিকা রেখে ফুটবল ভক্তদের মন জয় করে নিয়েছিলেন দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সেই মহাতারকা এসেছেন ঢাকায়। সোমবার ভোর ৫টা ৫ মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় আসেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও।
এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছান মার্টিনেজ। কয়েক ঘন্টার বিশ্রাম শেষে তাঁর ঢাকা সফরের স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার্সের অফিস পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তবে দেশে আসার পরও মার্টিনেজকে একনজর দেখতে না পারার হতাশায় পুড়ছেন আর্জেন্টিনার ভক্তরা। তারা বলছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত ছিলো এই ব্যাপারে একটা পদক্ষেপ নেয়ার।
প্রায় ১১ ঘণ্টার সফর শেষে বিকেলে কলকাতার উদ্দেশে রওনা দেবেন সবশেষ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক মার্টিনেজ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা