অনলাইন ডেস্ক
এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁর সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। আগামীকাল (শনিবার) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতাদের নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা।
কুয়াশা ঢাকা ভোরে শুক্রবার ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১ টায় নিজের জন্মস্থান টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
১৫ই আগস্টের কালরাতে শহীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
শত ব্যস্ততার মাঝেও নাড়ির টানে প্রধানমন্ত্রী বারবার পিতৃভূমিতে আসায় ভীষণ আনন্দিত এলাকার মানুষ।
টুঙ্গিপাড়ায় অবস্থানরত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতির পিতার সমাধিক্ষেত্র টুঙ্গিপাড়া, আওয়ামী লীগের শক্তির উৎস। এই মাটিতে এলে আওয়ামী লীগ আরো বেশি সংগঠিত হয়।
আগামীকাল আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নির্বাচিত বিভিন্ন কমিটির যৌথসভায় অংশ নেবেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা