অনলাইন ডেস্ক
ভয়াণক রূপ নিচ্ছে দেশে করোনা পরিস্থিতি। চার দিনের ব্যবধানে করোনা রোগীর সংখ্যা বেড়ে দিগুণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৫৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা চার দিন আগে ছিল ১৮৮৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনে।
এছাড়া করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৩৮ জনে।
করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।
এর আগে সোমবার (২২ মার্চ) দেশে আরও ২ হাজার ৮০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩০ জন।
এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধিতে হাসপাতালগুলো বাড়ছে রোগীর চাপ। এমনকি বেড়ের সংকটও দেখা দিয়েছে। এমতাবস্থায় একদিকে করোনার ভয়, অন্যদিকে হাসপাতালে সিট না পেয়ে চিকিৎসাসেবা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
নাম প্রকাশে কুর্মিটোল হাসপাতালের এক চিকিৎসক বলেন, এখানে কোনো সিট খালি নেই। আর নতুন করে তো কোনো আইসিইউ বেড রাতারাতি বসানো যায় না। এখন আসলে চুপ করে থাকা ছাড়া কিছুই করার নেই। রোগীদের সেবা দিয়ে যাচ্ছি যারা এখানে আছে। কিন্তু যারা আসতে চাচ্ছে, তাদের জন্য নতুন করে জায়গা দেওয়া সম্ভব না।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৪২ লাখ ৯০ হাজার ৯০ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৩৫ হাজার ২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২ লাখ ৫৭ হাজার ২৬১ জন।
আরোও পড়তে পারেন : ঢাকায় আসছেন দুই মার্কিন কর্মকর্তা, সঙ্গে মিয়ানমারের দূতও