২২ হাজার পর্ন সাইট এবং ২ হাজার জুয়ার সাইট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
ইন্টারনেট একদিকে যেমন সুফল বয়ে আনে অপরদিকে বিপর্যয়ও ডেকে আনে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেলিযোগাযোগ অধিদপ্তরের সাইবার থ্রেট ডিটেকশন ও রেসপন্স প্রকল্প আয়োজিত ডিজিটাল বাংলাদেশ ডিজিটার সুরক্ষা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মোস্তাফা জব্বার এসব কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন আরো ‘কড়া’ করা হবে বলে মন্তব্য করে মোস্তাফা জব্বার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে অত্যাচার সহ্য করছি, তার বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের আইনে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান আছে। কিন্তু ইউরোপিয়ানরা জরিমানা করছে বিলিয়ন ডলার। আমাদেরও বিলিয়ন ডলার জরিমান করার বিধান করতে হবে।
এছাড়া আগামীতে ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগকে দেশের আইন না মানলে তালা মারার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিনুল আলম, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স প্রকল্পের পরিচালক ড. মো. রফিকুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. জিয়া রহমান প্রমুখ।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা