অনলাইন ডেস্ক
পৌষজুড়ে ঠাণ্ডার দাপট দেখানোর পর গেলো ক’দিনে সারাদেশের তাপমাত্রা কিছুটা বাড়ে। মাঘের শুরুতে আবারো উত্তরের জেলাগুলোতে নামতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অফিসে দেয়া তথ্য মতে, আজ (মঙ্গলবার) সকালে রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গাসহ অন্তত ১০টি জেলায় তাপমাত্রা উঠানামা করে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
এসব জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনের বেশিরভাগ সময় ঘনকুয়াশায় ঢেকে আছে শহর ও গ্রামের সড়ক-মহাসড়ক এবং ক্ষেতখামার। কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও, নেই তেজ।
লালমনিরহাটে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বাড়তি ঠান্ডার প্রভাব পড়তে শুরু করেছে ফসলের ক্ষেতে। কুয়াশায় নষ্ট হচ্ছে ধানের বীজতলাসহ শীতকালীন ফসল। সকালের দিকে শীত আর ঘনকুয়াশায় স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
সকাল থেকেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে জয়পুরহাটে। শীত ও ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা নষ্ট হবার আশংকায় কৃষকরা। মাঠে কৃষিকাজে যেতে পারছেন না অনেকে।
নাটোরে সকাল থেকে কুয়াশার তীব্রতা কিছুটা কমলেও শীতের প্রকোপ কমেনি। কনকনে ঠান্ডায় দুর্ভোগ উপেক্ষা করেই কাজে যাচ্ছেন নিম্নআয়ের মানুষেরা। সরিষাসহ উঠতি ফসলের ক্ষতির আশংকা তাদের।
গাইবান্ধায় ঘনকুয়াশা না থাকলেও বইছে হিমেল হাওয়া। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন নদী তীরোবর্তী চরাঞ্চলসহ ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।
গত কয়েকদিন ধরে উত্তরের জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে হিমেল হাওয়া আর ঘন কুয়াশার পাশাপাশি বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। দুপুরেও হেডলাইট জ্বালিয়ে সড়ক-মহাসড়কে চলাচল করছে যানবাহন।
শীতের আবহাওয়ার এমন চিত্র আরো কয়েক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা