কিংবদন্তি কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের (১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২) ৭১তম জন্মদিন উপলক্ষে হুমায়ূন মেলায় ছিল হিমুদের ছড়াছড়ি। সকালেই হলুদ পাঞ্জাবি পরে চ্যানেল আই প্রাঙ্গনে আসতে শুরু করেন হিমুরা। এসময় ছিল নীল শাড়ি পরা রুপারা। তারা হাসি-আনন্দ, গান, গল্প, কবিতা, আড্ডায় স্মরণ করেন প্রিয় হুমায়ূনকে।
প্রিয় কথা সাহিত্যিককে স্মরণ করতে এদিন চ্যানেল আই প্রাঙ্গনে উপস্থিত হন হিমু-রুপাদের পাশাপাশি বিভিন্ন বয়সী লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক।
সকাল ১১টা ৫ মিনিটে হুমায়ূূন মেলা’র উদ্বোধনী পর্বে অংশ নেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, নাট্যজন আতাউর রহমান, সঙ্গীতজ্ঞ আকরামুল ইসলাম, সিটি ব্যাংকের হেড অব কর্পোরেট এ্যাফেয়াস্ শাহরিয়ার জামিল খান, ইঞ্জিনিয়ার আব্দুল করিম, সঙ্গীতশিল্পী তপন চৌধুরী, সেলিম চৌধুরী, সাহিত্যিক শাকুর মজিদ, হাসান হাফিজ, মারুফুল ইসলাম, প্রকাশক ফরিদ আহমেদ, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, জয়ন্ত চট্টোপাধ্যায়, আসলাম সানি প্রমুখ।
এ সময় হলুদ পাঞ্জাবী আর নীল শাড়ি পরা অসংখ্য হিমু ও রূপাদের সঙ্গে নিয়ে হলুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। হুমায়ূন আহমেদ ও মেলা সম্পর্কে শাইখ সিরাজ বলেন, ‘বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভাবান ব্যক্তিত্ব ছিলেন হুমায়ূন আহমেদ। তিনি সত্যিকার অর্থেই মানুষকে বইমুখি করার বিশাল অবদান রেখেছেন। কালজয়ী উপন্যাস লিখে, চলচ্চিত্র নির্মাণ করে সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। এই ব্যত্বিকে নিয়ে আমাদের এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।’
এরপর উপস্থিত অতিথিরা হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন। মেলায় গান করেছেন আকরামুল ইসলাম, সেলিম চৌধুরী, তপন চৌধুরী, এসআই টুটুল, দিনাত জান্নাত মুন্নী, সেরাকণ্ঠ, বাংলার গান এবং গানের রাজার শিল্পীরা। আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও আসলাম সানি প্রমুখ। হুমায়ূন আহমেদ স্মরণে চিত্রাঙ্কন করেছে বিভিন্ন বয়সী শিশুরা। মেলা সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।
আরও পড়ুন : আবারো এএলআরডির চেয়ারপারসন হলেন খুশী কবির
গুণী এই নির্মাতার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চ্যানেল আই’র আয়োজনে চ্যানেল আই প্রাঙ্গণ প্রতি বছরই পালিত হয়ে আসছে উৎসবমুখর হুমায়ূন মেলা। এবারের মেলার পৃষ্ঠপোষকতা করেছে ‘সিটি ব্যাংক।
হুমায়ূন আহমেদের লেখা নাটকসমূহ – প্রথম প্রহর, এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, অয়োময়, আজ রবিবার, নিমফুল, তারা তিনজন, আমরা তিনজন, মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, সবুজ সাথী, উড়ে যায় বকপক্ষী এবং এই মেঘ এই রৌদ্র।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা