ভূমি ও কৃষি সংস্কারে নিবেদিত বেসরকারী উন্নয়ন সংগঠন এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি)-ও আগামী দুই বছরের জন্য চেয়ার পারসন পুন: নির্বাচিত হয়েছেন খুশী কবির । মঙ্গলবার (১২ নভেম্বর) সংস্থার নির্বাহী পরিষদের নির্বাচনে এ চেয়ার পারসন নির্বাচিত হয়েছেন।
এএলআরডির ২৭তম বার্ষিক সাধারণ সভা সংস্থার লালমাটিয়াস্থ কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার চেয়ারপার্সন খুশী কবিরের সভাপতিত্বে এই বার্ষিক সভায় ৪২জন সদস্যের মধ্যে ৩২ জন সদস্য উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় ২০১৮-১৯ সালের বার্ষিক কার্যপ্রতিবেদন উপস্থাপন করেন এএলআরডি-র নির্বাহী পরিচালক ও নির্বাহী পরিষদের সদস্য সচিব শামসুল হুদা। সাধারণ সদস্যদের আলোচার পর তা সভায় অনুমোদন করা হয়।
এছাড়া সভায় ২০১৮-১৯ সালের অডিট রিপোর্ট উপস্থাপন করেন সংস্থার কোষাধ্যক্ষ আফজালুন নেসা চৌধুরী । কোষাধ্যক্ষ আফজালুন নেসা চৌধুরী সংস্থার ২০১৮-১৯ সালের সংশোধিত বাজেট এবং ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ!
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সদস্য হিসেবে অধ্যাপক ড. আবুল বারকাত, অধ্যাপক ড. শফিক-উজ-জামান, ড. মেঘনা গুহঠাকুরতা, শহীদ হোসেন তালুকদার, মোহাম্মদ কামাল উদ্দিন, আবদুল মজিদ মল্লিক, এ মিলন খান, অধ্যাপক ড. সীমা জামান, ড. আবুল হোসেন, শাহ-ই-মবিন জিন্নাহ, এএফএম আখতার উদ্দিন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান প্রমুখ।
বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সংস্থার নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই সাধারণ নির্বাচনে এএলআরাডি-র নির্বাহী পরিষদের ১৪ জন সদস্য আগামী ২০১৯-২১ সাল পর্যন্ত দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। প্রথা অনুযায়ী নির্বাচনের পর সদস্যরা তাদের মধ্য থেকে চেয়ারপার্সন, ভাইস- চেয়ারপার্সন ও কোষাধ্যক্ষ নির্বাচিত করেন। ফলাফলে আগামী ২ বছরের জন্য সংস্থার চেয়ারপার্সন হিসেবে খুশী কবির পুননির্বাচিত হন।
ভাইস-চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রওশন আরা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন আফজালুন নেসা চৌধুরী। সদস্যদের মধ্যে আছেন ড. শফিক উজ জামান, ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, ড. সীমা জামান, সাব্বির আহমেদ চৌধুরী, শাহ-ই-মবিন জিন্নাহ, এএফএম আখতার উদ্দিন প্রমুখ।
নির্বাহী পরিচালক ও পরিষদের সদস্য সচিব শামসুল হুদা পদাধিকার বলে নির্বাহী পরিষদের সদস্য থাকায় এএলআরডি-র ১৫ সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচিত হলো। এই নির্বাচন পরিচালনা করেন সুপ্রীম কোর্টের দুই জন বিশিষ্ট আইনজীবী অ্যাড. জাহিদুল বারী এবং অ্যাড. প্রমীলা বিশ্বাস।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা