অনলাইন ডেস্ক
প্রথমার্ধ খেলা গোলশূন্যভাবে অমিমাংসিত থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোল আদায় করে ইংলিশরা। ৫৭ মিনিটে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করলেন রাহিম স্টার্লিং। ইংল্যান্ডের জার্সি পরে কোনো বড় টুর্নামেন্টে এটাই তার প্রথম গোল।
রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলে নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল ক্রোয়েশিয়া। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ইউরোর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে এলো লন্ডনে। কিন্তু ৯০ মিনিটের খেলা শেষে ক্রোয়েশিয়ার সেই আত্মবিশ্বাস আর থাকলো না। উল্টো হারতে হলো।
বিশ্বকাপ ও ইউরোর মতো বড় টুর্নামেন্ট এই নিয়ে মোট তিনবার মুখোমুখি লড়াইয়ে নামে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ২০০৪ ইউরো কাপে প্রথমবারের মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ড ৪-২ গোলে জয় পেয়েছিল। ১৪ বছর পর দ্বিতীয় ও শেষ সাক্ষাৎ ২০১৮ বিশ্বকাপে। যে ম্যাচে ক্রোয়েশিয়া জয় তুলে নেয় ২-১ গোলে। এবার ইউরোয় তৃতীয়বারের সাক্ষাতে ইংল্যান্ড তুলে নিল জয়।
ইংল্যান্ড তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শুক্রবার, স্কটল্যান্ডের বিপক্ষে। একই দিন চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা