অনলাইন ডেস্ক
কয়েকদিনের উজানে ভারত অংশে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অব্যাহত আছে দেশের বিভিন্ন অংশেও। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব নদ-নদীসর পানি সমতল বৃদ্ধি পাবে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
সিলেটে গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে নদনদীর পানি বাড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে ২৪ ঘন্টায় সিলেটে ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও কয়েকদিনে এই ধারা অব্যাহত থাকবে।
পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরের পানিও দ্রুত বাড়ছে। জেলার সুরমা, যাদুকাটা, পাটলাই, কুশিয়ারাসহ সকল নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজান ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরিস্থিতি খারাপ হতে পারে।
এদিকে, বজ্রপাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজানে দুইজন ও দিরাই উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, শনিবার সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে এ জলজট ১ ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। যদিও সমায়িক এ জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। সৃষ্টি হয় যানজটও।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা