অনলাইন ডেস্ক
একইদিনে রাষ্ট্রপতির কার্যালয়ের আরেক উপ-সচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে সড়ক ও মহাসড়ক বিভাগের উপ-সচিব মুহাম্মদ আজিজুর রহমানকে বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।
সোমবার সকালে জেলা প্রশাসকের বদলি আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন বাগেরহাটের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রতিবাদকারীদের মধ্যে গণমাধ্যমকর্মীরাও রয়েছেন। অবিলম্বে জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
চলতি বছরের ৩ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিবের দায়িত্বে থাকা আ ন ম ফয়জুল হক বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। চাকরি জীবনে এটাই ছিল তার প্রথম জেলা। এতো অল্প সময়ে বাগেরহাটের কোন জেলা প্রশাসকের বদলির ঘটনা এটাই প্রথম। গত সাড়ে চার মাসে বাগেরহাটের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কাজ করে সবার নজর কাড়েন এই জেলা প্রশাসক। বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর গত ৬ জানুয়ারি এক মতবিনিময় সভায় আ ন ম ফয়জুল হক বলেছিলেন, আমার মতো অফিসার আসবে যাবে, কয়জন ডিসিকে মানুষ মনে রাখে, আমি নামফলক তৈরি করে এখানে কাজ করতে আসিনি। আমি কাজ করব এক সময় লোকে বলবে লোকটা বড় ভাল ছিল। ওই নামফলক লাগালে তা একদিন মুছে যাবে। আমি আপনাদের হৃদয়ের নামফলকে স্থান করে নিতে চাই। জেলা প্রশাসকের বদলি প্রসঙ্গে বাগেরহাটে কর্মরত সাংবাদিক সোহরাব হোসেন রতন লিখেছেন, ভিত্তিহীন অভিযোগে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মেয়াদ শেষের আগেই এই বদলি একটি বিরল দৃষ্টান্ত। গণতান্ত্রিক দেশে এটা কাম্য নয়। তবে একটা বিষয়ে স্পষ্ট যে আমাদের দেশে ভালো মানুষের মূল্যায়ন ও স্থান নেই। আমরা সাধারণ মানুষ আমাদের কিছু করার নেই কিন্তু অসময়ে ডিসি স্যারের বদলির আদেশে ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করছি। ভালো থাকবেন স্যার। এমন মানুষকে দিয়ে তো রাষ্ট্রের অকল্যাণ হবে না! বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির বলেন, করোনা পরিস্থিতির মধ্যে যোগদান করেই জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের বিভিন্ন কাজে বাগেরহাটবাসী আশার আলো দেখেছিল। বাগেরহাটবাসীকে আপন করে নিয়েছিলেন তিনি। অল্প সময়ের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাদার সংগঠনসহ সব শ্রেণির মানুষের সাথে এক হয়ে কাজ করার একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
বদলী আদেশপ্রাপ্ত বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, আমি বাগেরহাটে যোগদানের পর এখানকার মানুষের ভালবাসা পেয়েছি। সবসময় চেষ্টা করেছি সকল শ্রেণি-পেশার মানুষের সুবিধা-অসুবিধায় পাশে থাকার। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাকে সরকারি আদেশ মেনে চলতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যথা সময়ে আমি নতুন কর্মস্থলে যোগদান করব। বাগেরহাটবাসীর জন্য থাকবে আমার ভালবাসা ও শুভকামনা।
মাত্র চার মাস ১৫দিন আগে গত ৩ জানুয়ারি বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন আ ন ম ফয়জুল হক। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের উপসচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা