তাসকিনা ইয়াসমিন
সাতক্ষীরা মেডিকেল কলেজে চারজন বিদেশী চিকিৎসক একটি হেলথ ক্যাম্প করে রোগী দেখবেন। আর এ ক্যাম্প করার জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশী চিকিৎসকেরা।
বাংলাদেশী চিকিৎসকেরা বলছেন, যে ধরণের বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক এনে দেশের সরকারি মেডিকেল কলেজে ক্যাম্প করা হচ্ছে, এই ধরণের চিকিৎসক দেশেই আছে। তাই কোন হেলথ ক্যাম্প করতে চাইলে দেশি চিকিৎসক দিয়েই করা সম্ভব।
আরও পড়ুন : পরিবহন ধর্মঘটের নামে কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহার করুন : যাত্রী কল্যাণ সমিতি
বিষয়টি নিয়ে সিনিয়র চিকিৎসক চিন্ময় দাস বলেন, বিদেশী চিকিৎসক বাংলাদেশে প্র্যাকটিস করার কোন যৌক্তিকতা নেই। আমরা এটার প্রতিবাদ জানাই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, কোন বিদেশী চিকিৎসক দেশে এসে ক্যাম্প করার অর্থই হচ্ছে পরবর্তীতে তিনি রোগী তার দেশে নিয়ে যাবেন। প্রথমে এই ধরণের চিকিৎসকরা বাংলাদেশে রোগী দেখেন, পরে তারা বলেন যে, আপনারা আমাদের অমুক হাসপাতালে আসুন। এভাবে তারা রোগী নিয়ে যায়। এটা একটা অনেক বড় আন্তর্জাতিক চক্র আমাদের দেশে কাজ করছে বলে আমি মনে করি। এরা আমাদের পুরো স্বাস্থ্যখাতটিকে ধ্বংস করতে চায়। আমরা বাংলাদেশের চিকিৎসক সমাজ এই অন্যায় আচরণ থেকে দেশের নীতি নির্ধারকদের অবশ্যই সতর্ক থাকতে বলব।
এক তরুণ চিকিৎসক বলেন, আমাদের দেশের সঙ্গে অন্য দেশের চিকিৎসকদের অবশ্যই চিকিৎসা সংক্রান্ত শিক্ষা-জ্ঞান আদান প্রদান হবে। তবে, অবশ্যই সেটা হতে হবে কোন ইনস্টিটিউট এর সঙ্গে যৌথ চুক্তির মাধ্যমে। ব্যক্তিগত আর্থিক আয়ের উদ্দেশ্যে এই ধরণের ক্যাম্প তৈরির আমরা ঘোর বিরোধী।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, স্থানীয় রাজনৈতিক নেতার অনুরোধে এই চারজন চিকিৎসক বাংলাদেশে আসছেন। তাদের অনুমতি চেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ বিএমডিসি রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠায়। এরপ্রেক্ষিতে, বিএমডিসি এই চিঠি ইস্যু করেছে। চিঠিতে চার বিদেশী চিকিৎসক আগামী ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর এই ক্যাম্পে রোগী দেখবেন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল কল রিসিভ করেননি।
# সিনিয়র স্টাফ রিপোর্টার, লাল সবুজের কথা ডটকম।