অনলাইন ডেস্ক
গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট বিষয়টির তদন্তে নেমেছে বলে শুক্রবার (২১ আগস্ট) সংস্থাটির এক ঘোষণায় জানানো হয়।
সংস্থাটি জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের শিশুকন্যাকে নিয়ে কিছু বিকৃত মনের মানুষ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। যা আইনে ধর্তব্য অপরাধ। বিষয়টি নিয়ে তদন্ত সংস্থা কাজ করছে। একই সঙ্গে যারা এধরনের কাজ করেছেন তাদের আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘যারাই এ কাজের সঙ্গে জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।’
প্রসঙ্গত, সূর্যমুখী ফুলের বাগানে কানে লাল ফুল গুঁজে পোস্ট করা ফুলের মতো সুন্দর মেয়েটির একটি ছবির নিচে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন কয়েকজন বিকৃত মানসিকতার মানুষ। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা