সিনিয়র স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এসময় তার সঙ্গে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ।
মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও মুজিববর্ষের প্রথম দিন উপলক্ষে সমাজসেবা অধিদফতর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০০টি বেলুন উড়ানো, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
কেন্দ্রীভাবে সকাল ১১ টা ১০ মিনিটে সমাজসেবা অধিদফতরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের করা হয়। ১১:২৫ টায় সমাজসেবা অধিদফতরের জামে মসজিদে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের মাগফেরাত ও প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ আবু মাসুদ, জাতীয় সমাজসেবা একাডেমি ও বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশনের মহাসচিব অধ্যক্ষ মোঃ সাফায়েত হোসেন তালুকদার, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান গোলাম ফারুক ।
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি শেলী নাজ ও মোহাম্মদ আছাদুজ্জামান। সরকারি শিশু পরিবার, তেজগাঁও ঢাকার নিবাসী বৃষ্টি আক্তার (৭) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদান করেন। অনুষ্ঠানে মোঃ মাজহারুল ইসলাম রচিত ‘শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম, বাংলাদেশ নামের একটি স্বধীন রাষ্ট্রের অভ্যূদয়ে তাঁর দীর্ঘ সংগ্রামের কথা তাদের বক্তব্য তুলে ধরেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা