আপনাকে স্বীকার করে নিতে হবে, বই মেলা এমন মিলনস্থান যেখানে সকল বৈষম্যকে পিছে ফেলে মানুষ শুধু জ্ঞানের সন্ধানে একত্র হয়,তেমনি কওমী মাদ্রাসা পড়ুয়া আসলাম হোসেন বন্ধুকে সাথে নিয়ে এসেছেন বই মেলায় আলোর নহরে ঝাপ দিতে।
তিনি বললেন ,”আমাদের ধর্মে প্রথমেই যে শব্দটি নাযিল হয়েছিলো ,তা হলো ” ইকরো” যার ওর্থ হলো “পড়”।তাই প্রত্যেক মানুষকে পড়া তথা জ্ঞান অর্জন করা জরুরী।” আবার জীবনের তিরিশটি বছর কাটিয়েছেন প্রবাসে।বয়সের ছাপ পড়েছে আসমা খানম চেহারায়।
কানাডা প্রবাসী সন্তান রবিন কে নিয়ে মেলায় এসেছেন ।বললেন ,”ছোট বেলায় বাবার হাত ধরে মেলায় আসতেন,আজকের পরিসরের মত এতো বড় তখন মেলা না হলেও ,তখন মানুষ বই কেন্দ্র করে তাদের সকল বিনোদন নেবার চেষ্টা করতেন”অমর একুশে বই মেলা তাই আসমা খানমের কাছে শুধু বই মেলা নয় শৈশবের নষ্টালজিয়ার আরেক নাম।
বইয়ের পাতা উল্টা্তে উল্টাতে ফিরে গেলেন স্বৃতির পাতায় পড়লেন দু কলম নিজ অতীতের,যখন সময় সহজেই সরল চলতো।সেই সংগে প্রসংসা করলেন এই বারের বই মেলার খোলামেলা সাজ সজ্জার।এবার ছেলেকে নিয়ে আসমা খানমের বই কিনতে মেলা ঘুরে বেরাতে ভোগান্তি পোহাতে হবে না। তেমনি ছুটির দিন না হলেও তাহমিদ মেলায় এসেছে দাদুর হাত ধরে ।অনায়াসে ঘুরছে মেলায়।যেন কোথাও কোন বাধা নেই তার।
তবে কিছুটা অক্ষেপ ছিলো সিসিম পুরের হালুম কে না দেখার।তাহমিদের অক্ষেপের সাথে তাল মিলিয়েছেন কবি রাশেদ রেহমান,তিনি বলেন,বই মেলার পরিধি বেড়েছে এটা আমাদের জন্য যেমন সুখবর,তেমনি আমরা যে প্রাণের মেলা বলি,সেই প্রাণে কোথাও যেন সংকীর্ণতা দেখা দিয়েছে।প্রতিদিন বই বের হচ্ছে বেশ ,কিন্তু পাঠক বান্ধব কটি বই হচ্ছে।
“এদিকে প্রকাশকেরা বলছে,বড় জায়গা জুড়ে মেলার আয়জোন করায় পাঠক কে হেপা পোহাতে হবে না বই দেখতে ও কিনতে , তাম্রলিপি প্রকাশনীর রনি বলছেন, এবারের মেলা সবমিলিয়ে পাঠককে মেলা মুখী করবে।নানান বিষয়ে বই প্রকাশ করেছে তার প্রকাশনী। এখনো মেলায় সব বই না এলেও পাঠকের পছন্দের বইই তারা মেলায় আনছেন।
বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে এদিনও। আর চতুর্থ দিনে নতুন বই এসেছে ৯৫টি। এ নিয়ে চার দিনে নতুন বইয়ের সংখ্যা হলো ২১৪। এর মধ্যে অজয় দাশগুপ্তের ‘বঙ্গবন্ধুর আন্দোলন কৌশল ও হরতাল’ মেলায় এনেছে বাংলা একাডেমি। নাজনীন হাসান চুমকীর গল্পগ্রন্থ ‘বিনীতা’ প্রকাশ করেছে নাগরী। কথাপ্রকাশ এনেছে হাসান আজিজুল হকের প্রবন্ধ ‘লেখা না লেখা’।
গোলাম মুরশীদের ‘রবীন্দ্রনাথের নারী ভাবনা’ এনেছে অবসর। পুঁথিনিলয় এনেছে অভিনেত্রী সুজাতা আজিমের বই ‘অনাকাঙ্ক্ষিত উত্তরাধিকার’। পাঠকরা এবারের বইমেলাকে লেটার মার্কসই দিচ্ছেন। আর প্রকাশকরা প্রতীক্ষায় আছেন সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার, ছুটির শুক্র ও শনিবারের।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা