অনলাইন ডেস্ক
১৯৩৯ সালের চৌঠা ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগিনীপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।
শেখ ফজলুল হক মণি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক, জগন্নাথ কলেজ থেকে উচ্চমাধ্যমিক, বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র ছিলেন তিনি।
১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৬৩ সালে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। ১৯৬০ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবসমাজকে নিয়ে শেখ ফজলুল হক মণি ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠা করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার আগে ঘৃণ্য বিপথগামী ষড়যন্ত্রকারীরা শেখ মণির বাসায় হামলা করে তার সঙ্গে অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকেও হত্যা করেছিল। কিন্তু সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল তাদের দুই শিশুসন্তান শেখ ফজলে শামস পরশ ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শেখ মণির জন্মদিন উপলক্ষ্যে যুবলীগ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে সকাল বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মণিসহ ১৫ আগস্ট নিহত শহিদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহাপাঠ, দোয়া ও মোনজাত। এছাড়া সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অসহায়, এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র/খাদ্যসামগ্রী বিতরণ করবে যুবলীগ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা