সিনিয়র স্টাফ রিপোর্টার : শিক্ষাবিদ, গবেষক, কবি, কথা সাহিত্যিক, রাজনৈতিক বিশ্লেষক ও শিল্পসমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর-এর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ শোক প্রকাশ করেছে।
বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে বলেন, শিক্ষাবিদ, গবেষক, কবি, কথাসাহিত্যিক, রাজনৈতিক বিশ্লেষক ও শিল্পসমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর-এর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে শোকাহত। বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি পঞ্চাশের দশকের শুরু থেকে সাহিত্য শিক্ষা, শিল্প, সংস্কৃতি বিকাশে অবদান রেখেছেন।
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য একুশে পদক ও ছোট গল্পে অবদানের জন্য বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত হন। তিনি ইউনেসকো ও ফ্রান্স সরকারের সম্মাননা এবং কলকাতা মোজাফফর আহমদ স্মৃতি পুরষ্কারে ভূষিত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্যের মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট শিক্ষাবিদকে হারালো।
বাংলাদেশ মহিলা পরিষদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এর মৃত্যুতে তাঁর পরিবারের সকল শোক সন্তপ্ত সদস্যদেও প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা