অনলাইন ডেস্ক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবের নতুন মহাপরিচালক হচ্ছেন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বর্তমান মহাপরিচালক ড. বেনজীর আহেমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, সিআইডির বর্তমান প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র্যাবের মহাপরিচালক করতে আলাদা সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্ব দিয়ে আসা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর।
আবদুল্লাহ আল মামুন গত বছর মে মাসে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেয়া এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাবেন।
Like & Share our Facebook Page
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা