অনলাইন ডেস্ক
রাজনীতির পাশাপাশি আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিযোগিতা চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলায় ছাত্রলীগের স্টল পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। বললেন, সরকারের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব আওয়ামী লীগেরও।
নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংবিধানের মধ্যে থেকে কোনো বিকল্প প্রস্তাব থাকলে বিএনপি দিতে পারে। তবে কোনোভাবেই সংবিধান সংশোধন হবে না।
এ সময় খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা তা মুক্তির শর্তের ওপর নির্ভর করে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আরোও পড়তে পারেন : আজকের আবহাওয়ার খবর