সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুরগামী রংপুর (লালমনি ) এক্সপ্রেসে দুর্ঘটনায় আহত নয়জন উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ট্রেনটি দুর্ঘটনাকবলিত হওয়ার পরই আমি ঘটনাস্থলে ছুটে যাই। তখন থেকে এ পর্যন্ত মোট নয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের কারো অবস্থা গুরুতর নয়। প্রত্যেকের ছোটখাট ইনজুরি ছিল। এরমধ্যে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছয়জনকে ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে তিনজন ভর্তি ছিল। এরমধ্যে একজনের পায়ে আঘাত ছিল। এই তিনজনকেও হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
তিনি বলেন, এখনও পর্যন্ত আমরা কোন বড় ধরনের আহত রোগী পাইনি। তবে, আমাদের এম্বুলেন্স এখনও স্টেশনে অবস্থান করছে। কাউকে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসা হবে। আমরা চিকিৎসা দেবার জন্য পুরােপুরি প্রস্তুত রয়েছি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী লালমনি এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেন ইঞ্জিনসহ ৭ টি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন জানান, ট্রেনের বগিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুততম সময়ের মধ্যে আগুন নেভানোর চেষ্টা করছে। বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপে ট্রেনের ছবি পোস্ট করে স্থানীয়রা লিখেছে ট্রেন লাইনচ্যুত হওয়ার পরপরই যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে আসেন। এ কারণে যাত্রীরা নিরাপদে আছে।
আরও পড়ুন : আইন লঙ্ঘণকারী চলচ্চিত্রসমূহকে জাতীয় পুরস্কার প্রদানে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তামাকবিরােধী জোট
ট্রেনের ইঞ্জিনটি দুমড়ে মুচড়ে গেছে। আগুন নেভাতে সিরাগঞ্জ জেলার আশেপাশের সবগুলো ফায়ার সার্ভিস স্টেশন থেকে কর্মীরা এসেছে।
একজন যাত্রী সুরাইয়া বেগম জানান, যাত্রীরা যখন ট্রেন থেকে নামার প্রস্তুতি নিচ্ছিল সেই সময়ে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তখন যাত্রীরা যে ভাবে পেরেছে সে সেভাবে বের হয়ে এসেছে।
স্থানীয়রা জানিয়েছে, যেসব যাত্রী আহত হয়েছে তাদের উল্লাপাড়ার আশেপাশের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের সবগুলো ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন লাইনচ্যুত ট্রেনটি ট্রেনের উপরে আছে। আগুন নিভলে পরে ট্রেনটি সরানো হবে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ জানান, রংপুর (লালমনি এক্সপ্রেস)এক্সপ্রেস দুর্ঘটনার ঘটনা তদন্তে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
ছবি : ‘বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ’ ফেসবুক পেজ থেকে নেয়া।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা