এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। অপরাধ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত করা হয়েছে। আগামী বছরের ২৯ অক্টোবর ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
এ সময়ে টি ২০ বিশ্বকাপ, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলা হবে না তার। তাকে ছাড়াই আগামী ৩৬৫ দিন কাটাতে হবে বাংলাদেশ ক্রিকেটকে।
সাকিবকে ছাড়াই বুধবার দুপুরে দুই টেস্ট ও তিন টি ২০ ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। এ সফরে টি ২০ দলের অধিনায়ক ছিলেন সাকিব। সবকিছু ঠিক থাকলে টেস্ট দলেও নেতৃত্বভার পড়ত তার ওপর।
কিন্তু আইসিসি তাকে নিষিদ্ধ করায় ভারত সফরে যাওয়া হচ্ছে না সাকিবের। এছাড়া আরও অনেক সিরিজে দলের বাইরে থাকতে হবে তাকে।
যেসব সিরিজ খেলা হবে না সাকিবের
* ভারত সফর: নভেম্বর, ২০১৯
* পাকিস্তান সফর: জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২০ (সম্ভাব্য)
* অস্ট্রেলিয়া সিরিজ: ফেব্রুয়ারি, ২০২০
* জিম্বাবুয়ে সিরিজ: মার্চ, ২০২০
* আয়ারল্যান্ড সফর: মে-জুন, ২০২০
* শ্রীলংকা সফর: জুলাই-আগস্ট, ২০২০
* নিউজিল্যান্ড সিরিজ: আগস্ট-সেপ্টেম্বর, ২০২০
* নিউজিল্যান্ড সফর: অক্টোবর, ২০২০
* টি ২০ বিশ্বকাপ: অক্টোবর, ২০২০
এদিকে, এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৭ সালের অক্টোবরে এমসিসি ক্রিকেট কমিটিতে যোগ দেন সাকিব। একই সঙ্গে সিডনি ও বেঙ্গালুরুতে কমিটির সভায় হাজির ছিলেন তিনি।
এ কমিটিতে মূলত বর্তমান-সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও আম্পায়াররা থাকেন। প্রতি বছর দুবার করে এর সভা হয়। তাতে ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। ২০২০ সালের মার্চে শ্রীলংকায় পরবর্তী সভা হওয়ার কথা।
এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গেটিং বলেন, কমিটি থেকে সাকিবকে হারিয়ে আমরা বেদনাহত। গেল কয়েক বছর এ কমিটিতে অনেক অবদান রেখেছেন সাকিব।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা