ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকার ছাত্রদের মেসে ঢুকে তৌহিদুল ইসলাম খান (২৪) নামে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি)’র ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিার্থীকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশিকুজ্জামানকে (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত আশিকুজ্জামান ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি (জামতলামোড়) এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার (০৩ মে) বিকালে আকুয়া বোর্ড এলাকা থেকে আশিকুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের সময় পরিহিত রক্তমাখা প্যান্ট এবং গেঞ্জি গাজীপুর শ্রীপুর এমসি বাজার থেকে উদ্ধার করা হয়। পরদিন সোমবার (০৪ মে) ভোর রাতে তার নিজ এলাকার ডোবা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রড উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল বলেন, ‘গ্রেফতারকৃত আসামি একজন এলাকার পেশাদার চোর ও মাদকসেবী। ঘটনার দুইদিন আগে ওই মেসের গলি রাস্তার মাথায় রমজান মাসে সিগারেট খাওয়া নিয়ে ঘাতক আশিককে ভৎসনা করেন জাককানইবির ছাত্র তৌহিদ। তখন এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় তৌহিদের হাতে থাকা মোবাইলের প্রতি লোভ হয় আশিকের। পরে তৌহিদের পিছনে পিছনে বাসায় গিয়ে তার রুম দেখে আসে সে।’
তিনি আরও জানান, ঘটনার দিন শুক্রবার (০১ মে) রাত ৩ টার দিকে সে বাসার ছাদ দিয়ে রুমে ঢুকে মোবাইল চুরি করতে গেলে তৌহিদ তাকে ধরে ফেলে। এসময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পাশে থাকা রড দিয়ে তৌহিদকে আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে বাসার মালিক নিচে নেমে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।’