৫৫তম বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুত। আগামীকাল শুরু হওয়া রাজধানীর টঙ্গীর কহর দরিয়া-খ্যাত তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব উপলক্ষে এখন চলছে ন্যূনতম ত্রুটি-বিচ্যুতি সংশোধনে পর্যবেক্ষণ।
কনকনে শীত উপেক্ষা করে এরই মধ্যে পৌঁছে গেছেন বিভিন্ন জেলার কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ।এছাড়া তাবলিগ জামাতের তিন দিনব্যাপী এ ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশ থেকেও লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ সমবেত হচ্ছেন।
জানা গেছে, প্রথম পর্বে ১২ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বে ১৯ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
এদিকে, বিশ্ব ইজতেমার কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকেই গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাতেও।
ইজতেমা সফল করতে স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশ, র্যাব, সিটি করপোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশল, স্বাস্থ্য বিভাগসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শীতকালে অজু ও গোসলের সতর্কতা
প্রতি বছরের মতো বাড়তি পুলিশ, র্যাব, বিজিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকজন মাঠের ভেতর ও বাইরে বিভক্ত হয়ে কাজ করবেন বলে জানান আয়োজকরা। ইজতেমা ময়দানে পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন।
ইজতেমা ময়দানে বিশাল সামিয়ানা টাঙ্গানো হয়েছে। রাস্তাঘাট মেরামত ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে। আগত মুসুল্লিদের নিরাপত্তা ও নাশকতারোধে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়দানে প্যান্ডেল তৈরির কাজ করছেন। এছাড়া রাস্তা মেরামত, মাইক টানানো, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন, ময়দানের আগাছা পরিষ্কারের কাজ করছেন আগত মুসল্লিরা।
বিদেশী নিবাস, বয়ান মঞ্চ, তাশকিল কামরা এরইমধ্যে নির্মাণ শেষ হয়েছে। আগত বিদেশী মুসল্লিদের সুবিধার্থে বিদেশী নিবাসে বিদ্যুৎ, গ্যাস সংযোগ ও পয়ঃনিষ্কাশনের উন্নত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, আগত লাখ লাখ মুসল্লিদের নিরাপত্তায় এখানে পাঁচস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
উত্তমরুপে মসজিদ মাদ্রাসা সংরক্ষণ করতে হবে
সিসিটিভি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর থাকছে পুরো ময়দানজুড়ে। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ইজতেমাস্থল। সার্বিক নিরাপত্তায় এবার ইজতেমায় সাড়ে ৮ হাজার পুলিশ সদস্য কাজ করবেন।
আগামী ১০, ১১, ১২ জানুয়ারি রাজধানীর কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা জোবায়ের আহমেদের অনুসারী মুসল্লিরা এ বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। ১২ জানুয়ারি রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
১৩ জানুয়ারি সকালের মধ্যে ময়দান ত্যাগ করবেন মুসল্লিরা। পরে মাওলানা সা’দ পন্থী অনুসারী মুসল্লিরা আগামী ১৭ জানুয়ারি শুক্রবার বাদ ফজর থেকে শুরু হওয়া ইজতেমায় অংশ নেবেন। ১৯ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২০ সালের বিশ্ব ইজতেমা।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা