১০ জানুয়ারী কাউন্টডাউন মেশিনের উদ্বোধন করা হবে। জন্মশত দিবসে কাউন্ট ডাউন শেষ হবে।
মুজিব বর্ষ উদাপন উপলক্ষে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাত মাথায় কাউন্টডাউন মেশিন স্থাপন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, ২০২০ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে ১৭ মার্চ পর্যন্ত কাউন্ট ডাউন চলবে। ১০ জানুয়ারী কাউন্টডাউন মেশিনের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। জন্মশত দিবসে কাউন্ট ডাউন শেষ হবে।
তিনি আরো জানান, জন প্রশাসন মন্ত্রণালয়য়ের তত্ববধায়নে জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেশিন বসানো হয়েছে। রোববার সকাল থেকে কাউন্ট ডাউন মেশিন দেখার জন্য হাজারো মানুষ ভীড় করে।
একদিনে দেশের ৩ স্থানে ট্রেন দুর্ঘটনা
তিনি জানান, কাউন্টডাউন মেশিনটি একটি অস্থায়ী মঞ্চে বসানো হবে। মেশিনটি যাতে সকল শ্রেনী-পেশার মানুষের চোখে পড়ে এবং জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন করতে পারে তার সব ব্যবস্থা করা হয়েছে।
মেশিনটিতে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণের ছবি আছে। ১০ জানুয়ারী থেকে ডিজিটাল ইলেক্ট্রানিক মেশিনে গননা চলবে । দিবস গননার দিন থেকে শহরের সাতমাথায় অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে।
Like & Share our Facebook Page: Facebook