সাফটা চুক্তির আওতায় কলকাতায় মুক্তি পাচ্ছে হার্টবিট প্রোডাকশনের চলচ্চিত্র ‘মনে রেখো’; তার বিপরীতে ঢাকায় মুক্তি পাচ্ছে কলকাতার চলচ্চিত্র ‘জানবাজ’।
শুক্রবার দেশের ৪০ সিনেমা হলে সিনেমাটি মুক্তি দিয়েছে ঢাকার হার্টবিট প্রডাকশন। বিনিময়ে এ প্রযোজনা প্রতিষ্ঠানের মাহিয়া মাহি অভিনীত ‘মনে রেখো’ সিনেমাটি ওপার বাংলায় মুক্তি পেতে যাচ্ছে।
ছবিটি আমদানির দায়িত্বে থাকা হার্টবিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার দেশের অর্ধ শতাধিক প্রেক্ষাগৃহে বনি সেনগুপ্ত ও কৌশনী মুখার্জি জুটির চলচ্চিত্র ‘জানবাজ’ মুক্তি পাচ্ছে।
ইডেনে ‘সাধের লাউ’য়ে রং মেশাবেন রুনা লায়লা
হার্টবিটের কর্ণধার প্রযোজক তাপসী ফারুক বলেন, বেছে বেছে দেশের বড় বড় সিনেমা হলগুলোতে ‘জানবাজ’ চলছে আজ থেকে। ঢাকার মধ্যে মধুমিতা, বলাকা, জোনাকি, বিজিবি, চিত্রামহল, এশিয়া, পুনম, পূরবী, আনন্দতে সিনেমাটি দেওয়া হয়েছে। ঢাকার বাইরে যশোরের মনিহার, সিলেটের নন্দিতা, বিজিবি, রংপুরের শাপলা, খুলনায় চিত্রালী, ডেমরার রানী মহল, কাঁচপুরের চাঁদ মহল, মুক্ততারপুরের পান্না, ভৈরবের দর্শন, জয়দেবপুরের বর্ষা, বরিশালের অভিরুচি, নারায়ণগঞ্জের গুলশান, ময়মনসিংহের ছায়াবানীসহ মফঃস্বলের ভালো হলগুলোতেও চলছে জানবাজ।
গত ২৫ অক্টোবর কলকাতায় মুক্তি পেয়েছিল ছবিটি। ইকো এন্টারটেনমেন্টের প্রযোজনায় ‘জানবাজ’-এর মাধ্যমে প্রথমবার নায়ক বনি তার বাবা অনুপ সেনগুপ্তের নির্দেশনায় প্রথমবার কাজ করলেন। এতে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ।
ঢাকার ‘মনে রেখো’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ছবিতে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহিসহ আরও অনেকে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা