আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ইতোমধ্যে তিলোত্তমা এখন সেজে উঠেছে গোলাপি আলোর মালায়।
শহরের বহুতল থেকে রাস্তা ভরে গিয়েছে গোলাপি আলোর ছটায়। কিন্তু একটা সময় ছিল যখন অধিনায়ক এবং কোচকে এই পিঙ্ক বলের টেস্ট খেলতে রাজি করাতে পারেনি কেউই।
কিন্তু বিসিসিআই এর সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পরই সৌরভ কোহলি এবং শাস্ত্রীকে রাজি করান। শুক্রবার সেই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকবে ইডেন।
গোলাপি বলে টেস্ট খেলতে নামছে ভারত। অন্যদিকে বাংলাদেশ প্রথমে রাজি না হলেও পরবর্তীতে তাদের রাজি করিয়ে ফেলেন সৌরভ।
দেশের মাটিতে প্রথম দিন-রাতের ম্যাচ, তাও আবার প্রতিপক্ষ যখন বাংলাদেশ তখন আয়োজনে কিছু চমক তো থাকবেই। দুই দেশের রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত তো থাকবেনই।
এছাড়াও দুই দেশ মিলিয়ে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। যে অনুষ্ঠানের মূল মন্ত্রই হচ্ছে বাংলার সংস্কৃতিকে আর্ন্তজাতিক ক্ষেত্রে তুলে ধরা।
শুক্রবার উদ্বোধনের পর বিশেষ নিবেদন থাকছে ভারতের সৌরেন্দ্র-সৌম্যজিৎ- অর। এরপর থাকবে বাংলাদেশের শিল্পী রুনা লায়লার নিবেদন। সৌরেন্দ্র-সৌম্যজিতের মতো ইডেনে গান গাইতে পাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রুনাও।
সৌরভ তাঁকে ফোন করে অনুরোধ জানিয়েছেন এদিনের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। প্রথম এরকম একটি ঐতিহাসিক ম্যাচে গান গাইতে পাওয়ার সুযোগ পেয়ে খুশি তিনি।
কলকাতায় অনুষ্ঠান করতে আসার যাবতীয় সাহায্য তিনি পেয়েছেন ভারত ও বাংলাদেশ দুই দেশের তরফেই। কি গাইবেন এই বিশে, অনুষ্ঠানে, প্রশ্ন করতেই হাসি শিল্পীর গলায়।
বললেন, সাধের লাউ, বন্ধু তিন দিন, দামাদম মস্তি কালান্দর এগুলো তিনি গাইবেনই। এছাড়াও থাকবে আরও নানা গান।
বৃহস্পতিবার রাতেই শহরে আসছেন তিনি। আর কলকাতা মানে বিশেষ কিছু পরিকল্পনা তো থাকবেই। কিছুদিন আগে বাংলার একটি টেলিভিশন চ্যানেলের জন্য কাজ করলেন তিনি। ইন্ডিয়া টাইমস।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা