ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুয়া ফরেষ্ট অফিসার জাহিদ হাসানকে (৪৮) আটক করা হয়েছে। পরে তাকে গণপিটুনি দিয়ে মুচেলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
শনিবার দুপুরে পৌরশহরের নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা ইসমাঈল হোসেনের ছেলে।
জানাগেছে, আখাউড়া পৌরশহরের নারায়নপুর ‘হায়দর আলী স’ মিলে এসে জাহিদ হাসান নিজেকে ফরেস্ট অফিসার পরিচয় দেয়। এসময় স’মিল মালিক প্রকাশ মিয়ার বিষয়টি সন্দেহ হলে তিনি উপজেলা ফরেস্টারের কাছে বিষয়টি জানানো হয়।
আখাউড়া উপজেলা ফরেস্টা আসাদুজ্জামান খান জানান, জাহিদ হাসান বিভিন্ন সময় নিজেকে ফরেস্ট অফিসার পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন স’মিল মালিকদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। সে ফরেস্ট সংশ্লিষ্ট কেউ নয়। মিথ্যা পরিচয় দিয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে আসছে।
হায়দর আলী স’ মিলের পরিচালক মো. প্রকাশ মিয়া বলেন, সে কয়েকদিন আগেও আমার স’মিলে এসে নিজেকে ফরেস্ট কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে চলে যায়। শনিবার দুপুরে সে ফের মিলে আসে। এসময় সে আমার স’মিলের লাইন্সেসসহ বিভিন্ন কাগজপত্র দেখতে চায়। তার পরিচয় নিশ্চিত করতে আমি চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উত্তেজিত স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা