নিজের নাগরিকত্ব নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভারতে নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, বাজারে বলাবলি হচ্ছে আমি নাকি ভারতের নাগরিকত্ব পেয়ে যাচ্ছি। অর্থমন্ত্রী বলছেন আমি পেয়ে গেছি নাগরিকত্ব। যদিও ভুল করে বলছেন। স্লিপ অব টাং।
তসলিমা বলেন, কেমনে আমি পাব নাগরিকত্ব। পাওয়ার রাস্তা তো দেখতাছি না। দেখতাছি না, কারণ আমি তো এপ্লাইই করি নাই নাগরিকত্বের জন্য। তাইলে কেমনে কী!
বিতর্কিত এই লেখিকা বলেন, বছর বছর আমার রেসিডেন্স পারমিট বাড়াইলেই আমি খুশি। দুইদিনের দুনিয়ায় আমাদের দুইদিনের বসবাস। কী দরকার নাগরিক হওয়ার।
‘নাগরিক হইলে সুবিধা কী শুনি! আমি তো বাংলাদেশের নাগরিক, আমারে দেশ থেইক্যা বাইর কইরা দেয় নাই? আমি তো সুইডেনের নাগরিক, ওই দেশে থাকতেই তো আমি পছন্দ করি না। তাইলে?’
তিনি বলেন, রেসিডেন্স পারমিট থাকলেও তো ইচ্ছা না হলে রিসাইড করতে দেয় না সরকার বাহাদুর। আমার তো ছিল রেসিডেন্স পারমিট। ভারতের যে কোনো স্থানে বাস করার অনুমতি তো ছিল।
তসলিমা আরও বলেন, আমারে লাথি দিয়ে ভাগায় নাই কলকাতা থেকে? ভাগাইছে। ইন্ডিয়া থেকেও ভাগাইছে। শুধু ভারত থেকে ভাগাইতে পারে নাই। কারণ ওইখানে আমার মন পড়েছিল।
‘কী হবে নাগরিকত্ব দিয়া? কিছুই না। আজ আছি, কাল নাই। আমার হলো যেইখানে রাইত, সেইখানে কাইত। দুনিয়ায় এক যাযাবর মুসাফির আমি। আমার মন টাই আমার ঘর বাড়ি। আর কী লাগে এক জীবনে?’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা