অনলাইন ডেস্ক
যশোরের বেনাপোল সীমান্তের অগ্রভুলোট ও পুটখালী থেকে ৭টি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ সম্রাট হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আটক অস্ত্র ব্যবসায়ী বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌরতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি পিস্তল ৩টি ও ৪টি ওয়ান শুটার গান।
শুক্রবার রাত ১০ টার দিকে পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ তাকে আটক করে ২১ ব্যাটালিয়ন বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পারে ভারত থেকে অস্ত্রের চালান সীমান্ত পথে এপারে প্রবেশ করবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। এক পর্যায়ে অগ্রভুলোট সীমান্তে চোরাকারবারীদের বিজিবি ধাওয়া করলে তারা একটি ব্যাগ থেকে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্য থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি পাওয়া যায়। একই সময় পাশ্ববর্তী পুটখালী সীমান্তে এক চোরাচালানীকে ধরা হয়।
এসময় তার কাছ থেকে উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি। আটক চোরাকারবারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।