অনলাইন ডেস্ক
টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রামের মতো মিরপুরেও পাকিস্তানকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। তবে ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ২৫ রান করে আউট হন আব্দুল্লাহ শফিক। এরপর ৩৯ রান করে তাইজুলের ২য় শিকারে পরিণত হন আরেক ওপেনার আবিদ আলী। তবে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের একাধিক এলবিডব্লিউ ও কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এই দুই স্পিনারের বলে সেশনের শেষ দিকে একদমই স্বচ্ছন্দ হতে পারছিলেন না পাকিস্তানের ব্যাটাররা। বিতর্কিত সিদ্ধান্তে তো বেঁচেই গেলেন তিনে ব্যাট করতে নামা আজহার আলী।
তবে লাঞ্চ বিরতির পর বাবর আজম ও আজহার আলীর ব্যাটে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। বাংলাদেশ সফরে এসে এই প্রথম নামের প্রতি সুবিচার করতে পারলেন পাকিস্তান অধিনায়ক। বাংলাদেশি বোলারদের অনায়াসে মোকাবেলা করে ৭টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন তিনি। অন্যদিনে, আজহার আলী দেখেশুনেই খেলছেন।
এর আগে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। সাইফ হাসান, ইয়াসির রাব্বি ও আবু জায়েদ রাহীর বদলে এসেছেন মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান ও খালেদ আহমেদ। এই ম্যাচ দিয়ে অভিষেক হলো যুব বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয়ের। সাদমানের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তাকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছ পাকিস্তান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা