মো. আলী আশরাফ খান
ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা
আমাদের প্রিয় জন্মভূমি
বাংলাদেশ
সবুজে শ্যামলে চারিদিকে ছাওয়া
রূপের যেন তার নেইকো শেষ।
শত তটিনী নিরবধি ছোটে
দক্ষিণের সাগর পানে
কল কাকলিতে মুখরিত সদা
হাজারো পাখির গানে।
যেথা রক্তের রঙে হয়েছে
রঙিন
শিমুল পলাশ জবা
এতো মা বোনের বীরাঙ্গনা
হতে
কখনও দেখেছে কেবা?
আমাদের প্রিয় এ দেশটাকে
গড়তে এবার হবে
কল-কারখানা, মাঠে-ময়দানে
মিলেমিশে কাজ করবো সবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা