অনলাইন ডেস্ক
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শনে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই নতুন প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিয়ে যেতে হবে। ভবিষ্যৎ বংশধরদের জন্য সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যেতে হবে। বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিয়ে কথা বলে।
আরোও পড়তে পারেন : বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম বদলে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ