অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার ( ১৮ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি গত ১১ বছরে বাজেটের কোনো প্রশংসা করতে পারিনি। তারা প্রতিবারই বলছে এই বাজেট উচ্চাকাঙ্ক্ষী, বাস্তবায়নযোগ্য নয়। বাংলাদেশে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা বিএনপির সঙ্গে একই সুরে কথা বলে। সবার কথা ভুল প্রমাণিত করে গত ১১ বছরে সব বাজেটই বাস্তবায়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নের হার ৯৩- ৯৭ শতাংশ বা এর চেয়েও বেশি।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতাদের বক্তব্য- আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন অগ্রযাত্রা হচ্ছে, সে অগ্রযাত্রার বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাব পোষণ করা ছাড়া আর কি হতে পারে। বিএনপি তাদের রাজনীতি নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। সে বিষয়টা তারা বুঝতে পারছে। এজন্য তারা প্রলাপ বকছে। ’
বাজেট পাস হওয়ার আগে যদি মোবাইল কোম্পানি বাড়তি টাকা কাটে তাহলে সেটা আইন বহির্ভূত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাজেট পাস করার আগে মোবাইলে যদি অতিরিক্ত টাকা কাটা হয় তা অন্যায়। কোনোভাবে এটা সমুচিত নয়।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা