অনলাইন ডেস্ক
রোববার (১৬ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ওদের সমাবেশে সহায়তা করছে। তবে জনগণের জানমাল রক্ষায় সরকারের যেহেতু দায়িত্ব রয়েছে, সে কারণে রুটিন তল্লাশি করা হয়েছে। চট্টগ্রামের সমাবেশে সন্ত্রাসীদের জমায়েত করেছে, শহরে যাতে বোমাবাজি করতে না পারে, রুটিন তল্লাশি করেছে পুলিশ। বিএনপি মানেই হচ্ছে পেট্রোল বোমা বাহিনী, নাশকতা বাহিনী।
তিনি বলেন, ওরা যখন কথা বলে তখন পেছনে তাকাতে বলি, ওরা সারাদেশে সমাবেশে হামলা করে অসংখ্য নেতাকর্মী হত্যা করেছে। ২১ আগস্টে গ্রেনেড হামলা করে নেতৃত্ব শূন্য করার জন্য। কিবরিয়াকে হত্যা করা হয়েছে, আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছে। আওয়ামী লীগের অফিসের সামনে স্থায়ী কাঁটাতারের বেড়া ছিল। আওয়ামী লীগের সময়ে কোথাও কি এমন ঘটেছে। তারা নির্বিঘ্নে মিছিল মিটিং করছে। সমাবেশের নামে চাঁদাবাজি করছে।
অপর এক প্রশ্নের জবাবে বলেন, মার্কিন কংগ্রেসম্যানদের ধন্যবাদ জানায়। সরকার ২৫ মার্চের গণহত্যার স্বীকৃতির জন্য অনেক দিন ধরেই কাজ করছে, তারই প্রতিফলন। আশা করছি, শিগগিরই জাতিসংঘের স্বীকৃতি মিলবে। রুয়ান্ডার গণহত্যার স্বীকৃতি দেওয়া হয়েছে, তার চেয়ে অনেক বেশি গণহত্যা হয়েছে বাংলাদেশে। অনেক বেশি মা বোনের সম্ভ্রমহানি হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা