অনলাইন ডেস্ক
বায়ু দূষণের বেশিরভাগ কারণ মনুষ্য সৃষ্ট। দেশে প্রতিনিয়ত অবাঞ্ছিত বস্তুকণা বাতাসে মিশে যাওয়ার ফলে বায়ু দূষিত হয়। অনেকগুলো কারণের মধ্যে এখন নীরব ঘাতক সীসা দূষণ। এই দূষণের শিকার হয়ে মানুষের মৃত্যুর তালিকায় বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
আইইডিসিআর ও আইসিডিডিআর,বি’র গবেষণায় উঠে এসেছে, ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা নগরীতে স্থানীয়ভাবে তৈরি খেলনার রং, অ্যালুমিনিয়াম ও সিলভারের হাড়িপাতিল, সবজি, চাল ও মসলার নমুনায় সীসার উপস্থিতি পাওয়া যায়। এছাড়া মাটি, ছাই, পোড়া মাটি ও হলুদের গুঁড়ায় সীসার উপস্থিতি পেয়েছে। নানা ভাবে প্রতিদিনই মানুষের দেহে ঢুকছে সীসার বিষ।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৮৮ শতাংশ মানুষ কোন না কোনভাবে সীসা দূষণের শিকার। সীসা দূষণের ঝুঁকিতে থাকা দেশের তিন কোটি ৬০ লাখের বেশি শিশুর বিকাশ, সুস্বাস্থ্য এবং বেঁচে থাকার জন্য হুমকি। সীসা দূষণের শিকার শিশুদের রক্তে সীসার উপস্তিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রস্তাবিত নিরাপদ মাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ।
সীসার বিষক্রিয়ার তেমন চিকিৎসাও দেশে নেই। তাই দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সিসার পরিবেশবান্ধব ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা