হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।
পূজা উপলক্ষে গোটা বিশ্ববিদ্যালয় এলাকাতেই বিশেষ করে জগন্নাথ হলে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। অগণিত মানুষের পদচারণায় মুখরিত হয়েছে জগন্নাথ হল মাঠ।
সকালে বাণী অর্চনার মধ্যদিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর পুষ্পাঞ্জলী এবং প্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচি ছাড়াও সন্ধ্যায় আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
নির্বাচনের তারিখ পরিবর্তন করায় জাতীয় হিন্দু মহাজোটের ধন্যবাদজ্ঞাপন
গতকাল রাত ১২টা ১ মিনিটেই প্রতিমা স্থাপন করে অধিকাংশ বিভাগ। ঢাবির সকল বিভাগের অংশগ্রহণে জগন্নাথ হল মাঠের নির্ধারিত স্থানে বিভাগগুলো স্থাপন করেছে নজরকারা স্টল।
পূজা উপলক্ষে জগন্নাথ হল, ছাত্রী হলগুলো এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জগন্নাথ হলের মাঠ ছাড়াও সকালে ছাত্রী হলগুলোতেও বাণী অর্চনার আয়োজন করা হয়েছে।
এদিকে, গোপালগঞ্জ উপজেলার কান্দি ইউনিয়নের আমবাড়ী গ্রামের শ্রী শ্রী রাধাগবিন্দ ও গনেশ পাগল সেবাশ্রম ৫৫ ফুট উচ্চতার প্রতিমায় সরস্বতী পূজার আয়োজন করেছে। আয়োজকদের দাবি, এটিই হচ্ছে এ উপমহাদেশের সর্ববৃহৎ প্রতিমায় সরস্বতী প্রতিমা। প্রতিমাটি তৈরি করেছেন শ্রীবাস গাইন (পাল)।
হিন্দু বিশ্বাসে— দেবী সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। এ বছর পূজার তিথি পড়েছে দুই দিন।
পঞ্চমী তিথি শুরু হয়েছে গতকাল সকাল সোয়া ৯টায়। আজ অপরাহ্ন ১টা ২০ মিনিট পর্যন্ত চলবে। নিত্যপূজা ও দধিকর্ম আজ সকাল সাড়ে ৭টায়। আরতি সন্ধ্যা ৭টায় এবং পূজাঞ্জলি সাড়ে ৯টায়। প্রতিমা বিসর্জন আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায়।
Like & Share our Facebook Page: Facebook
ধন্যবাদ Nirmal Barman, আপনি খুব সুন্দর করে সরস্বতী পূজার কথা ফুটিয়ে তুলেছেন
ধন্যবাদ আপনি খুব সুন্দর করে সরস্বতী পূজার কথা ফুটিয়ে তুলেছেন ,
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা