বিশ্বের শীর্ষ এনজিও ব্র্যাকের উদ্যোগে এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুদের জন্য ‘বাকসো ভরা কমিক্স’ সিরিজ। ছয়টি শিক্ষামূলক বই নিয়ে এই সিরিজের মোড়ক উন্মোচন হচ্ছে শুক্রবার (২১ ফেব্রুয়ারি)। চার রঙে ছাপা প্রতিটি বইয়ের পৃষ্ঠাসংখ্যা ২৪। পুরো বাক্সো-র গায়ের দাম ৪৮০ টাকা। সঙ্গে থাকছে কমিক্সের আলোচিত চরিত্রগুলো নিয়ে এক পাতা স্টিকার।
বইটির উদ্বোধন করা হবে সকাল সাড়ে দশটায় । ঢাকা কমিক্্স, স্টল নং-৮২৫, অমর একুশে গ্রন্থমেলা, সোহরাওয়ার্দী উদ্যান। মোড়ক উন্মোচন করবেন প্রখ্যাত কার্টুনিষ্ট ও লেখক আহসান হাবীব এবং ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক ড. মোর্শেদা চৌধুরী।
আরোও পড়তে পারেন : বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার