এটিএন বাংলায় শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে বাংলায় ডাবিংকৃত হলিউড মুভি ‘সল্ট’।
২০১০ সালে মুক্তি পায় মার্কিন থ্রিলার চলচ্চিত্র সল্ট। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফিলিপ নয়েজ এবং এর চিত্রনাট্য লিখেছেন কার্ট উইমার ও ব্রায়ান হেলজেল্যান্ড। চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, লিয়েভ শ্রাইবার, চিউওয়েটাল এজিওফর, অগাস্ট ডিয়েল, ও ড্যানিয়েল ওলব্রিচস্কি।
জোলি এখানে সল্টের ভূমিকায় অভিনয় করেছেন। সল্ট একজন কেজিবি স্লিপার এজেন্ট। চলচ্চিত্রটির চিত্রনাট্য প্রথমত টম ক্রুজকে কেন্দ্র করে লেখা হলেও পরবর্তীতে নাম ভূমিকায় জোলি অভিনয় করায় পুরো চিত্রনাট্যটি নতুন করে লেখা হয়।
চলচ্চিত্রটি দৃশ্যধারণের কাজ হয়েছে, ওয়াশিংটন ডি.সি., নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থান এবং অলব্যানিতে। ২০০৯ সালের মার্চ থেকে জুন পর্যন্ত দৃশ্যধারণের কাজ চলে। ২০১০ সালের ২৩ জুলাই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এবং যুক্তরাজ্য মুক্তি পায় একই বছরের ১৮ আগস্ট।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা