যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপনের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল, ২০১৯ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সংসদ ভবনে এক সভায় এ রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। এসময় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল, ২০১৯’ পরীক্ষাপূর্বক রিপোর্টদানের জন্য গঠিত সাব-কমিটি রিপোর্ট উপস্থাপন করা হয়। কমিটির সদস্যবৃন্দ প্রস্তাবিত বিল ও রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা করেন।
কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী এবং জাকিয়া তাবাসসুম সভায় অংশগ্রহণ করেন।
সভায় ভারতের সাথে টি-২০ তে প্রথম জয় পাওয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
সভায় বিকেএসপির বর্তমান সমস্যা সমাধানকল্পে ৫০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করার সুপারিশ করা হয়। ভবিষ্যত পরিকল্পনা গ্রহণ করে বিকেএসপিকে আরো উন্নত ও আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য স্বয়ংসম্পূর্ণ প্রকল্প গ্রহণেরও সুপারিশ করা হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা