অনলাইন ডেস্ক
টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সময়েই ঊরুর ইনজুরিতে নিয়ে খেলা চালিয়েছেন মুজারাবানি। একই আসরে চাতারা কলারবোনের চোটে ভুগছিলেন।মুজারাবানি এবং চাতারার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার টনি মুনিয়ঙ্গা এবং পেসার তেসার তানাকা চিভাঙ্গা।
১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার ভিক্টর নিয়াউচি। এখন পর্যন্ত নিয়াউচি ৬ টেস্ট ও একটি টি-টুয়েন্টি খেলেছেন। স্কোয়াডে আরও আছেন অলরাউন্ডার টনি মুনিয়ঙ্গা এবং তেসার তানাকা চিভাঙ্গা।
বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এরপর আগস্টের মাঝামাঝি তারা অস্ট্রেলিয়া সফরের আগে ভারতের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। জিম্বাবুয়ে ১৮ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাবে।
বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচগুলো হবে ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। সবগুলো ম্যাচের ভেন্যু হারারে।
জিম্বাবুয়ে স্কোয়াড: রায়ান বুর্ল, রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন সুমভা, শন উইলিয়ামস।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা