অনলাইন ডেস্ক
এই ছবিগুলোর মধ্যে আছে অক্ষয়ের ´লক্ষী বোম্ব´, বিক্রম বাত্রার বায়োপিক ´শেরশাহ´, জাহ্নবী কাপুরের ´গুঞ্জন সাক্সসেনা: দ্যা কার্গিল গার্ল´, সুজিত সরকারের ´গুলাব সিতাবো´, অমিতাভের ´চেহরে´, ´ঝুন্ড´ ও বিদ্যা বালানের ´শকুন্তলা দেবী’।
লকডাউনের কারণে সিনেমা হল বন্ধ থাকায় নতুন কোনো ছবিও মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। প্রযোজকরা পড়েছেন বিপাকে। অবশেষে এই অবস্থা থেকে মুক্তি পেতে বিকল্প উপায়ে ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন বলিউডের অনেক প্রযোজক ও নির্মাতারা।
এদিকে আগামী বৃহস্পতিবার (২১ মে) জি ফাইভে মুক্তি পাবে নওয়াজউদ্দিন ও অনুরাগ ক্যাশপ অভিনীত ´ধুমকেতু´ ছবিটি। পরবর্তীতে পর্যায়ক্রমে অ্যামাজন প্রাইম, হটস্টার ও নেটফ্লিক্সের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে রিলিজ করা হবে ছবিগুলো।
জানা গেছে, একে একে আগামী দুই মাসের মধ্যেই ছবিগুলো মুক্তি দেওয়া হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা