বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও পিওটু রেজিস্ট্রার, অত্র বিশ্ববিদ্যালয়ের সকলের পরিচিত ও প্রিয় মোঃ নূরুল ইসলাম আর নেই। তিনি শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টায় এই বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র সন্তান দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মম, দু’ ভাই, দু’ বোন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। মরহুম মোঃ নূরুল ইসলামকে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে আজ ২৮ মার্চ ২০২০ইং তারিখে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। তাঁকে গ্রামের বাড়ি নেয়ার আগে আজ শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নিউজ: প্রশান্ত মজুমদার।