অনলাইন ডেস্ক
বিক্ষোভে কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামের ঠিকাধারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচ মাসের বেতন আটকে রাখার অভিযোগ করে অবিলম্বে তা প্রদান করার দাবি জানান তারা।
কিন্তু দীর্ঘদিন বেতন পরিশোধের আশ্বাসে ও কোনো সুরাহা না হওয়ায় বেতন পরিশোধের দাবিতে হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ সময় দ্রুত সময়ের মধ্যে বেতন-ভাতা পেতে সংশ্লিষ্টদের কাছে দাবি জানান কর্মীরা।
আন্দোলনকারীরা জানান, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবীব ও কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড সিলেটের দায়িত্বরত ম্যানেজার কামাল আহমদ বেতন দেয়ার ব্যাপার উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন। বাস্তবায়ন না হলে আউটসোর্সিং কর্মীরা কঠোর আন্দোলনে নামবেন।
জানা গেছে, ২০১৮ সালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ অনুমোদন পায়।
নিয়োগের পর আউটসোর্সিং কর্মীদের বেতন প্রদান করা হলেও গত পাঁচ মাসের বেতন-ভাতা আটকে রেখেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মীরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা