অনলাইন ডেস্ক
তারা অভিযোগ করেন, ফেনীতে বিএনপি যেন সমাবেশ করতে না পারে সে জন্য সরকারি দলের একটি অঙ্গ সংগঠনের মাধ্যমে ওই একই স্থানে একই দিনের একই সময় পাল্টা সভা আহ্বান করা অত্যন্ত দুরভিসন্ধি মূলক। অজুহাত হিসেবে শান্তি শৃখলা রক্ষার কথা বলে প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। এতে মানুষের কন্ঠ সাময়িক রোধ করা গেলেও সরকারের শেষ রক্ষা হবে না।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও ফেনী-২ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ জয়নাল আবদীন (ভিপি জয়নাল), ঢাকা মহানগর (দক্ষিন) বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহম্মদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
এছাড়া জেলা যুবদল ও জেলা ছাত্রদলের পক্ষ থেকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ১৪৪ ধারা উপেক্ষা করে প্রতিবাদ মিছিল করে। অপরদিকে ফেনীতে ১৪৪ ধারা জারি করে বিএনপির সভা করতে না দেওয়ার প্রতিবাদে ফুলগাজী উপজেলা বিএনপির উদ্যোগে পুরাতন মুন্সিরহাট এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন জানান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের অনুমতির জন্য জেলা প্রশাসনের নিকট অনুমতি চেয়ে আবেদন জানায়।
এতে সমাবেশের স্থান হিসেবে মিজান ময়দান, ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর অথবা ট্রাংক রোডের প্রেসক্লাবের সামনে স্থান নির্ধানের দাবি করা হয়। পরে জেলা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে মঙ্গলবার দুপুর থেকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠে সমাবেশের অনুমতি পায়। কিন্তু ফেনীর আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ জয়নাল হাজারীর মৃত্যু ও জানাযার জন্য মঙ্গলবারের সমাবেশ স্থগিত করে সেটা বুধবার করা হয়। জেলা প্রশাসনের নিকট আবারও সভার অনুমতির আবেদন জানানো হয়। কিন্তু একই মাঠে একই সময়ে যুবলীগ সভা আহ্বান করে। তারাও প্রশাসনের কাছে ওই মাঠ ব্যবহারের অনুমতি চায়।
তিনি অভিযোগ করেনে, গতকাল মঙ্গলবার রাতেই জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করে। রাত ১টার পর ওয়াপদা মাঠের বিএনপির সভার জন্য নির্মান করা মঞ্চ পুলিশ খুলে নিয়ে যায়।
জানতে চাইলে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান, বিএনপিকে মঙ্গলবার সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বিশেষ কারনে তারা সমাবেশ স্থগিত করে আবার বুধবার সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে আবেদন করে। কিন্তু পুলিশের পক্ষ থেকে ওই আবেদনের পক্ষে মতামত পাওয়া যায়নি। অপরদিকে একই দিনে একই সময়ে জেলা যুবলীগের পক্ষ থেকে ওয়াপদা মাঠে সভা করার অনুমতি চেয়ে আবেদন করে। ফলে আইন শংখলার কথা বিবেচনা করে শহরে বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি ও সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ওয়াপদা মাঠে বিএনপির সভার জন্য নির্মান করা মঞ্চ পুলিশ কর্তৃক সরিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এটি সত্য নয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা