সিনিয়র স্টাফ রিপোর্টার : প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারী চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, সড়ক-মহাসড়কে রিক্সা-ইজি বাইকসহ স্বল্প গতির যানবাহনের জন্য আলাদা লেনের দাবি জানিয়েছে রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। শুক্রবার ( ৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় নেতৃবৃন্দ সার্ভিস রোড নির্মাণ, বিকল্প কর্মসংস্থান ছাড়া রিক্সা, ব্যাটারী রিক্সা, ইজি বাইক উচ্ছেদ ও হয়রানী বন্ধ করার দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, সরকারের পক্ষ থেকে সবসময় ডিজিটাল বাংলাদেশের গল্প শোনানো হলেও সবচেয়ে কষ্টকর কাজের সাথে যুক্ত রিক্সা শ্রমিকেরা যখন এনজিও থেকে লোন করে রিক্সায় ব্যাটারি মোটর লাগিয়ে কষ্ট লাঘব করতে চয়েছেন, রিক্সাকে ডিজিটাল করতে চয়েছেন তখন বিভিন্ন জায়গাতে প্রশাসনের পক্ষ থেকে হয়রানী করা হচ্ছে। বিভিন্ন জেলায় শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে দাবি আদায় হলেও ব্যাটারী চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের কোন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে না। নেতৃবৃন্দ, দূর্ঘটনা কমাতে সড়ক-মহাসড়কের পাশে স্বল্প গতির বাহনের জন্য বিকল্প রাস্তা নির্মাণের আহ্বান জানান এবং বিকল্প কর্মসংস্থান ছাড়া সারাদেশের কোথাও রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজিবাইক উচ্ছেদ বন্ধ করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের করে ব্যাটারী চালিত বাহনের লাইসেন্স প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে এবং সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোটের কার্যকরি সভাপতি আব্দুল ওয়াহেদ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, রিক্সা ভ্যান শ্রমিকদের জীবনমান উন্নয়ন কমিটির সমন্বয়ক খন্দকার আব্দুস সালাম, বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্ত্তী।
বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সংগ্রাম পরিষদের উপদেষ্টা কিবরিয়া হোসেন, খুলনা জেলার কহিনূর আক্তার কণা, আলমগীর হোসেন বাবু, ইজিবাইক সংগ্রাম কমিটি লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক আকবর হোসেন, কুষ্টিয়া জেলার উপদেষ্টা আশরাফুল ইসলাম, নাটোর জেলা সভাপতি আজের আলী, দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মহসিন আলী মোল্লা, ময়মনসিংহ জেলার আহ্বায়ক আইনুল হক, বগুড়া জেলার আবু রায়হান, চাঁদপুর জেলার মো. কামাল হোসেন, বরিশালের সভাপতি দুলাল মল্লিক, সাভার-আশুলিয়া অঞ্চলের শওকত হোসেন।
সমাবেশ শেষে সহস্রাধিক শ্রমিকের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা