প্রযুক্তির দ্রুত বিকাশ ও ক্রমবর্ধমান ব্যবহার-উপযোগিতার সুফল পেতে হলে গ্রামাঞ্চলের তরুণ-যুবদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করতে হবে। এজন্য প্রয়োজন উপযুক্ত নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং পর্যাপ্ত অর্থায়ন।
শনিবার (১৬ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইমপ্লয়মেন্ট জেনারেশন ইন রুরাল বাংলাদেশ ইন দি কনটেক্স অব টেকনোলজিক্যাল এডভান্সমেন্ট শীর্ষক এক সেমিনারে এসব পর্যবেক্ষণ উঠে আসে। পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনার হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম।
আরও পড়ুন: ‘৫১ বর্তী’ এর ৩৭তম পর্বে দেখা যাবে অস্থির প্রেমিক আহমেদ রুবেলকে
সেমিনারের প্রধান অতিথি ড. মসিউর রহমান বলেন, সঠিকভাবে প্রযুক্তি ব্যবহারের জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণ করতে পারলে ভাল হবে। এতে একদিকে যেমন জনমিতিক সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করা যাবে। অন্যদিকে তেমনি কর্মসংস্থানকেও টেকসই করা সম্ভব হবে । গ্রামাঞ্চলে কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে কৃষির আধুনিকায়ন ও কৃষি বীমার সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সেমিনারের বিশেষ অতিথি মোঃ আসাদুল ইসলাম, র্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা, প্রযুক্তি উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রামীণ কর্মসংস্থান ও অর্থনীতির মূল চালিকাশক্তি-কৃষিখাতে, শিক্ষিত যুবকরা এখন যুক্ত হচ্ছে। তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আর্থিক সেবা প্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ করতে জোর দেন তিনি।
সেমিনারের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, মানবকেন্দ্রিক উন্নয়নের আলোকে উপযুক্ত অর্থায়ন করতে হবে। পাশাপাশি প্রযুক্তি, কারিগরি, বিপণন ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে পিকেএসএফ। যা টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে।
ইন্সটিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স এ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম)-এর নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা