অভিনেত্রী অপি করিমের প্রেমিক ছিল অভিনেতা আহমেদ রুবেল। তাদের সে প্রেম ভেঙে যায়। অপির বিয়ে হয় অন্যখানে। হঠাৎ করে নাটকে আবির্ভাব ঘটে আহমেদ রুবেলের। সে অপি করিমের বাড়িতে এসে উঠে। শুরু করে পাগলামী। তার বাবা মাসুদ আলী খান, মা দিলারা জামানসহ পরিবারের অন্যরা তাকে চলে যেতে বলে।
পরিবারের সদস্যদের চাপে অপি বলে রংপুরের বাসে উঠে আপনি চলে যান। সে বলে কেন? তখন অপি বলেন, আমি যেতে বলেছি তাই যাবেন। সে যেতে চায় না। একের পর এক পাগলামী করে যায়। এভাবেই এগিয়ে যায় ধারাবাহিকের ৩৭তম পর্ব।
এক সময়ের সুপার হিট মেগা সিরিয়াল ৫১ বর্তী । আবারও চ্যানেল আইতে দেখানো হচ্ছে। আনিসুল হক-এর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ৫১ সংখ্যাগরিষ্ঠ একটি পরিবারে বাস করা বাড়ির প্রতিটি সদস্যের সংসার এটি। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি এখানে তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে সাধারণ মানুষের মধ্য থেকে প্রতিটি ঘরের প্রতিটি সদস্যের আসল গল্পটি তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: প্রখ্যাত গীতিকার মাসুদ করিমের মৃত্যুবার্ষিকী ১৬ নভেম্বর
এই নাটকের মাধ্যমে ‘৫১ বর্তী’ দল দর্শক-শ্রোতাদের কাছে বিভিন্ন ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। এ ধারাবাহিকে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুদ আলী খান, ফারহানা মিঠু, মাহফুজ আহমেদ, শাহেদ শরীফ খান, শ্রাবন্তী, অপি করিম। ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, মারজুক রাসেল, মৌটুসী, নায়লা, মোনা, সোহাগ, বাপী করিম, কাব্য প্রমুখ।
ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা