অনলাইন ডেস্ক
শনিবার (২৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ব্যাংকার আবদুল মোর্শেদ চৌধুরীর স্ত্রী ছাড়াও মোর্শেদ চৌধুরীর মা নুর নাহার এবং মেয়ে মোবাশ্বিরা জাহান চৌধুরী জুম উপস্থিত ছিলেন। এর আগে আবদুল মোর্শেদ চৌধুরী গত ৭ এপ্রিল আত্মহত্যা করেন।
সংবাদ সম্মেলনে আবদুল মোর্শেদ চৌধুরীর পরিবার জানায়, স্থানীয় এক নেতার ছেলে ও এক সাবেক ছাত্রনেতার অব্যাহত চাপ, হুমকি ও হামলার কারণে নিরুপায় হয়ে আবদুল মোর্শেদ চৌধুরী আত্মহত্যার পথ বেছে নেন। অশুভ ওই চক্র আবদুল মোর্শেদ চৌধুরী ও তার পরিবারের সদস্যদের পাসপোর্টও নিয়েছে।
আবদুল মোর্শেদ চৌধুরীর স্ত্রী ইশরাত জাহান চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, তার স্বামীর আত্মহত্যার প্রায় আড়াই সপ্তাহ পার হয়ে গেলেও কোনো এক অদৃশ্য কারণে সম্পূর্ণ তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও অপরাধী ও অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এর পাশাপাশি তারা বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে চাপের মুখে রেখেছে। তিনি যে কোনো মুহূর্তে জীবন ও সম্পদহানির আশঙ্কাও তুলে ধরেন।
ইশরাত জাহান চৌধুরী বলেন, গত ৮ এপ্রিল তিনি চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন- চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক জাবেদ ইকবাল, তার ভাই পারভেজ ইকবাল এবং নাইম উদ্দিন সাকিব, যুবলীগ নেতা শহীদুল হক চৌধুরী রাসেল।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সামনে প্রশ্ন রাখেন, তার স্বামী মোর্শেদ চৌধুরীর আত্মহত্যার নেপথ্যে থাকা অপরাধীদের বাঁচাতেই কি আসামিদের ধরা হচ্ছে না? তিনি বিচারের দাবি নিয়ে এই কোভিড মহামারির মধ্যেও চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা