অনলাইন ডেস্ক
দুবাইয়ে থাকা দেশি গণমাধ্যমকর্মীদের মেহেদী বলেন, ‘(চিন্তাভাবনা) নরমাল। আমরা যেভাবে আছি বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে সেভাবেই আছি বেশি কিছু চিন্তা করছি না। জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য (প্রস্তুত আছি)। প্রতিপক্ষ ভারত কী অস্ট্রেলিয়া এটা নিয়ে চিন্তা করছি না।’
পরে মুস্তাফিজকে নিয়ে মেহেদী জানান, ‘মুস্তাফিজ মাঠের ভেতরে আর বাইরে পুরো ভিন্ন। মুস্তাফিজ যখন মাঠের ভেতরে ঢোকে পুরো ভিন্ন। তার যে অভিজ্ঞতা সেটা তো আপনারা দেখছেনই। তিনি যেভাবে ডেলিভার করছেন একদম অবিশ্বাস্য। শুধু সাকিব (আল হাসান) ভাই কেন আমার মনে হয় বিশ্বের আরও অনেক বড় বোলারকেও তিনি ছাড়িয়ে যাবেন টি-টোয়েন্টিতে। মা শা আল্লাহ কারও যেন নজর না লাগে।’
ভারত ম্যাচের হাইপ নিয়ে মেহেদী বলেন, ‘আসলে এটা তো আপনারা তৈরি করছেন। আমাদের মধ্যে এসব কিছু নেই। আমরা নরমাল যেভাবে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলার সেভাবেই খেলব।’
নিজের বোলিং নিয়ে মেহেদী জানিয়েছেন, ‘আসলে ভালোর তো কোনো শেষ থাকে না। মনে হয় যে আরও ভালো করতে পারলে হয়ত ভালো হতো। যা হয়েছে আলহামদুলিল্লাহ। একটা জিনিস ভালো- যখন যে খেলছে ডেলিভার করছে সঠিক ভাবে। এটা মা শা আল্লাহ একটা ভালো দিক। এটা যেন ক্যারি করতে পারে সবাই।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা