এসএ গেমসে নিজেদের প্রথম ম্যাচে পর দ্বিতীয় ম্যাচেও বাজিমাত করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
স্বাগতিক নেপালকে ৫০ রানে অলআউট করে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বুধবার (০৪ ডিসেম্বর) পোখরায় প্রথমে ব্যাট করা নেপাল নারী দলকে রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে মাত্র ৭.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় লাল-সবুজের দল।
৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার মুরশিদা খাতুন ও আয়শা রহমানের দারুণ ব্যাটিংয়ে সহজেই জয় পায় বাংলাদেশ। মুরশিদা ২৪ বলে ২৩ ও আয়শা ২২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
টসে জিতে এর আগে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। তবে বোলারদের দাপুটে বোলিংয়ে নেপালি ব্যাটসম্যানদের দাঁড়াতে দেননি সালমারা। বিশেষ করে রাবেয়ার ভয়ঙ্কর বোলিং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য ত্রাসের সৃষ্টি করে। নেপালের ব্যাটসম্যানদের হয়ে সোনু খাড়কা (১২), রুবিনা ছেত্রি (১৩) ও ইন্দু বার্মা (১০) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
দুর্দান্ত বোলিং করা রাবেয়া ৪ ওভারে ৮ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। পেসার জাহানারা আলম দুই উইকেট পান। এছাড়া সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহিম খাতুন একটি করে উইকেট ভাগ করে নেন।
দারুণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা হন রাবেয়া খান।
দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় দিয়ে ১৩তম সাউথ এশিয়ান(এসএ) গেমসে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট নারী দল।
গতকাল নেপালের পোখারায় বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে শক্তিশালী শ্রীলংকাকে।
টি-২০ ফরম্যাটের ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করে ৬ উইকেটে ১২২ রান করে শ্রীলংকা। জবাবে ৯ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা